কোন টনিক গ্রাহক উপযুক্ত কারণে পরপর ৩ (তিন) রাত বা তার বেশি সময় কোন সরকার নিবন্ধিত ১৫ (পনেরো) বা তার বেশী শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি থাকলে টনিক মেম্বারশিপ এর ভিত্তিত্তে বিভিন্ন পরিমাণের টনিক হসপিক্যাশ এর জন্য আবেদন করতে পারবেন। এই সুবিধা পেতে হলে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে হসপিক্যাশ ক্লেইম করতে হবে।
এছাড়াও হেলথ ওয়ালেট সুবিধা সম্বলিত প্যাকেজের গ্রাহকরা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করলে বা টনিক পার্টনার আউটলেট থেকে রেডিওলজি ও ইমেজিং টেস্ট করালে হেলথ ওয়ালেট ক্যাশ এর জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও পরামর্শ গ্রহণের বা টেস্ট করানোর ৩০ (ত্রিশ) দিনের মধ্যে হেলথ ওয়ালেট ক্যাশ ক্লেইম করতে হবে।